টার্মিনালগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আনার দাবি সার্ক এর

    0
    225

    সাম্প্রতিক কালে গণপরিবহন খাতে চরম অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে প্রতিদিন সড়কে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতির এখনই পরিবর্তন দরকার। গণপরিবহনে অনিয়মের উপর আলোকপাতকালে এমন মন্তব্য করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

    তিনি আরো বলেন গণপরিবহন এখন আর সাধারণ মানুষের জন্য নিরাপদ নয়। প্রতিদিনই কোথাও না কোথাও দূর্ঘটনা ঘটে চলেছে। মূলত চালকের অদক্ষতা এবং অসতর্কতা সেই সাথে অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহনই এর জন্য দায়ী। আর এই অবস্থার পরিবর্তন চাইলে আমাদের মূল জায়গায় পরিবর্তন আনতে হবে।

    অধ্যাপক আবেদ আলী অনতিবিলম্বে বিআরটিএ এবং বাস-ট্রাক টার্মিনালগুলো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আনার জোড় দাবি জানান।

    তিনি আরো বলেন বিআরটিএতে অনিয়ম এবং দূর্নীতির চুড়ান্ত পরিস্থিতি বিদ্যমান আর টার্মিনালগুলোর ব্যবস্থাপনার হাল খুবই খারাপ। দ্রুত এ পরিস্থিতির পরিবর্তন না হলে সড়কে আরো প্রাণহানীর ঘটনা ঘটবে।তাই অনতীবিলম্বে এই খাত দু’টিকে সেনা তত্ত্বাবধানে আনা জরুরী।প্রেস বার্তা