ঢাকার সাথে চট্টগাম ও সিলেটের ট্রেন যোগাযোগ ব্যাহত

    0
    231

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১৩ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অদূরে ঢাকাগামী যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগী লাইনচুত হয়েছে। এতে ঢাকার সাথে চট্টগাম ও সিলেটের ট্রেন যোগাযোগ ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার পর আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
    জানা গেছে, বিকেল ৪টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ছাড়ার পর কিছুদূর গিয়েই পুনিয়াউট নামক স্থানে লাইনচ্যুত হয়। রেল লাইন থেকে বগির চাকা নিচে নেমে যায়। তবে বড় ধরনের কোনো আহতের খবর পাওয়া যায়নি। ৫/৬ জন যাত্রী হুড়াহুড়ি করতে গিয়ে সামান্য আহত হয়েছেন।
    ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মহিদুর রহমান জানান, স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। কি কারণে এ ঘটনা তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে লাইনে ত্রুটির জন্য এ ঘটনা ঘটতে পারে।

    খবর পেয়ে বগি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসছে বলে জানিয়েছেন আখাউড়া লোকোশেড ইনচার্জ মহসিন মিয়া। বগী উদ্ধারে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে।
    অপরদিকে দুর্ঘটনার কারণে ঢাকাগামী উপকূল ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের অদূরে আটকা পড়েছে।