ঢাকায় বিএসএফ-বিজিবির একদিনের ভলিবল টূর্নামেন্ট

    0
    233

    “বিএসএফে’র ১৬ সদস্যের ভলিবল টিম বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছেন”

    আমারসিলেট24ডটকম,২৫ডিসেম্বর,এম ওসমানঃ বিএসএফ ও বিজিবি’র মধ্যে এক দিনের ভলিবল টূর্নামেন্টে অংশ গ্রহন করতে বিএসএফের ১৬ সদস্যের একটি ভলিবল টিম বুধবার সকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ইনডোর স্টেডিয়াম ঢাকায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতীয় বিএসএফে’র ১৬ সদস্যের ভলিবল দলের নেতৃত্ব দিচ্ছেন কোলকাতা বিএসএফের ডিআইজি গুলসান কুমার শর্মা।

    প্রতিনিধি দলটি নোম্যান্সল্যান্ডে আসলে ২৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

    এ সময় তিনি বলেন, দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফে)’র মধ্যে সোহার্দ্য ও সম্প্রতি জোরদার করতে এই ভলিবল খেলার আয়াজন করা হয়েছে।

    তারই ধারাবাহিকতায় আজ ২৫ ডিসেম্বর ঢাকার ইনডোর স্টেডিয়ামে বিজিবি ও বিএসএফ সদস্যের মধ্যে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বিএসএফে’র ভলিবল দলটি ২৭ ডিসেম্বর বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে যাবেন বলে তিনি জানান।