তাহিরপুরে সংঘর্ষঃপুলিশও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

    1
    433

    আমারসিলেট24ডটকম,০৭জুন,মোজাম্মেল আলম ভূঁইয়াঃসুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল খেলার জয়-পরাজকে কেন্দ্র করে ৪ গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান,সাংবাদিক ও পুলিশসহ উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষের সময় একটি বাজারের ২০টি দোকানপাট ভাংচুর করাসহ লুটপাট চালায় সংষর্ষ কারীরা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত থেমে থেমে চলে এই সংঘর্ষ। এঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের নয়াবন্দ গ্রামের খেলার মাঠ থেকে শুরু করে শ্রীপুর বাজার পর্যন্ত। আহতদের মধ্যে গুরুতর অবস্থায়-সজু শেখ,মতিন শেখ,একরাম শেখ,খায়রুন নেসা,ইউপি সদস্য শাহ আলমকে ২০জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,দৈনিক যায়যায়দিন পত্রিকার তাহিরপুর প্রতিনিধি বাবরুল হাসান বাবলু,এসআই পবিত্র কুমার সিনহাসহ অন্যান আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয়রা জানায়,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর-তরং মিলন ফুটবল টিম বনাম নয়াবন্দ-শ্রীপুর মিলন ফুটবল টিমের মধ্যে গতকাল শুক্রবার বিকেলে ফুটবল ম্যাচের ফাইনাল চলছিল। মাঠে খেলা শেষ হওয়ার এক পর্যায়ে নয়াবন্দ মিলন টিম তরং মিলন টিমকে গোল দিয়ে সমতা আনে। কিন্তু দায়িত্বরত রেফারি গোলটি মেনে নেননি। এসময় তরং গ্রামের খেলোয়াররা রেপারির পক্ষ-পাতিত্বের অভিযোগ তুলে নয়াবন্দ গ্রামের খেলোয়ারদের মারধর করে।

    এঘটনার জের ধরে সন্ধ্যা সাড়ে ৬টায় দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে চার গ্রামের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। খেলার মাঠ থেকে থেকে চলতে থাকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষ। এক পর্যায়ে সংঘর্ষ কারীরা শ্রীপুর বাজারে ডুকে একপক্ষ অন্যপক্ষের সমর্থকদের ২০টি দোকানপাট ভাংচুর করে লুটপাট চালায়। সংঘর্ষের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে তারাও হামলার শিকার হন। প্রায় ঘন্টাব্যপী চেষ্টার পর সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। একারণে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। তাহিরপুর থানার ওসি আনিসুর রহমান খান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।