তাহিরপুর বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

    0
    236

    তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বোরো ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার প্রকৃত কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
    এসময় উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান-উদ-দৌলা,মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেন,খাদ্য গোদাম কর্মকর্তা মফিজুর রহমান,তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,প্রেস ক্লাবের উপদেষ্টা সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাফিজ উদ্দিন,উপজেলা আ,লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার,ছাত্রলীগ নেতা ধীমান চন্দ,রাহাত হায়দার প্রমূখ।

    তাহিরপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বিএম মুশফিকুর রহমান বলেন,এ বছর তাহিরপুর উপজেলা খাদ্য গোদামে ২হাজার ৭শ ৭০মেট্রিক টন বোর ধান সংগ্রহ করা হবে।