তাহিরপুর সীমান্তে মদ ও মোটরসাইকেলসহ চোরাচালানি আটক

    0
    356

    আমারসিলেট24ডটকম,১০মে,মোজাম্মেল আলম ভূঁইয়াসুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে মোটর সাইকেল ও মদসহ জাকির হোসেন নামের এক চোরাচালানীকে আটক করেছে বিজিবি। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামের কাঞ্চন আলীর ছেলে। স্থানীয়রা জানায়,গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বড়ছড়া শুল্কবন্দর সংলগ্ন ভাঙ্গারঘাট এলাকা দিয়ে সীমান্ত চোরাচালানীদের গডফাদার আজাদ মিয়া তার ভাই সাজ্জাদ মিয়া তাদের সহযোগীদের নিয়ে মদ পাচাঁর করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বড়ছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা ১টি মোটর সাইকেল,১টি মোবাইল,নগদ ২হাজার ১শত টাকা ও ভারতীয় মদসহ জাকির হোসেনকে আটক করে।

    এসময় আজাদ ও সাজ্জাদ মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। সুনামগঞ্জ-৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে:কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার (পিএসসিজি) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন,জেলার প্রায় ৯৭ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও যে কোন অপতৎপরতা রোধে বিজিবি জোর তৎপরতা অব্যাহত রেখেছে।