তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

    0
    238

    আমারসিলেট24ডটকম,২৫ডিসেম্বরঃ কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। কাউন্সিলারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। এতে সভাপতি পদে বর্তমান সভাপতি মোঃ কমর উদ্দিন ৯৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার অপর সভাপতি প্রতিদন্ধি সাবেক ইউপি সদস্য মকবুল আলী পেয়েছে ৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক যুবলীগ নেতা মুজিবুর রহমান মুজিব ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

    তার প্রতিদন্ধি মোঃ মাসুক আহমদ পেয়েছেন ৪৯ ভোট। সম্মেলনে ১৫০ কাউন্সিলার ভোট প্রদান করেন। এর মধ্যে ২টি ভোট বাতিল হয়েছে। গত বুধবার রাতে তেলিখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তেলিখাল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, প্রচার সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান এডিশনাল পিপি, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, জেলা সদস্য আজমল আলী, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুব মহিলালীগের উপজেলা সভাপতি নাসরিন জাহান ফাতেমা।

    সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজদ, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের বর্তমান ও নবনির্বাচিত সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু পরিচালনা করেন।

    সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মছব্বির, সহ-সভাপতি নুর মিয়া চেয়ারম্যান, আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইয়াকুব আলী, প্রচার সম্পাদক বজলু পাঠান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফি উদ্দিন রেনু, বন ও পরিবেষক বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, পূর্ব ইসলামপুর ইউনিয়ন সভাপতি মুললুক হোসেন।

    আরও উপস্থিত ছিলেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন সভাপতি আব্দুল হাশিম, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন সেক্রেটারী আব্দুল আলী, পূর্ব ইসলাম ইউনিয়ন সাধারণ সম্পাদক কিশোর কুমার দে, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তাক আহমদ, শাহজাহান সাজু, নাজিম উদ্দিন, মহানগর যুবলীগ নেতা রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা রশিদ আলী মেম্বার, যামিনি সিংহ, মাষ্টার নজির উদ্দিন, মোহাম্মদ আলী, তেরা মিয়া, আনছার আলী, মাসুক মিয়া, মকবুল আলী, এডভোকেট হাবিবুর রহমান ভূট্টো, উপজেলা যুবলীগের আহবায়ক ইকবাল হোসেন, যুগ্ম আহবায়ক শাহ আলম, আলা উদ্দিন, আব্দুল হক সরকার প্রমুখ।

    রাত ৮ টায় সম্মেলনে কাউন্সিলারদের ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করা হয়। বিজয়ী সভাপতি কমর উদ্দিন ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি নাসির উদ্দিন খান।