দিল্লীতে প্রলয়ঙ্করী ঝড়ে ৯ জনের মৃত্যুঃআহত-১৩

    0
    199

    আমারসিলেট24ডটকম,৩১মেঃ ভারতের দিল্লীতে প্রলয়ঙ্করী ঝড়ে বিমানবন্দরের এক পরিচ্ছন্নতা কর্মীসহ ৯ জনের মৃত্যু ও ১৩ জন আহত হয়েছে। ঝড়ে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ট্রেন চলাচল বেশকিছু সময়ের জন্য বন্ধ ছিল। গতকাল শুক্রবার বিকেলে দিল্লীতে বজ্র-বৃষ্টিসহ ঝড়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) পাঁচটি বিমানের ক্ষতি হয়েছে এবং ২৫টির বেশি ফ্লাইট দিক পরিবর্তন করতে বাধ্য হয়েছে। বিমানবন্দরে ঝড়ের সঙ্গে বেশ কয়েকটি বজ্রপাত হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল আনুমানিক ঘন্টায় ১১৪ কিলোমিটার। ঝড়ের কারণে শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরে বিমান উঠা-নামায় বিঘ্ন সৃষ্টি হয়েছে।বিমান বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে একটি সংবাদ পত্র জানিয়েছে, বৃষ্টির কারণেও বিমানবন্দরে বিমান ওঠা নামাও বিলম্বিত হয়। ঝড়ে বিমানবন্দরের পরিচ্ছনতা কর্মী প্রদীপ প্রাণ হারিয়েছেন। প্রদীপের বাড়ি বিহারে। পুলিশ তার মৃত্যুর কারণ জানতে পারেনি।

    এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, মৃত্যুর কারণ জানতে আমরা তার মৃতদেহ মর্গে প্রেরণ করেছি। তিনি বিমানবন্দর পরিষ্কার করার সময় ঝড়ে পড়ে গিয়ে থাকতে পারেন অথবা তার ওপর একটি কন্টেইনার পড়ে গেলে তিনি তাতে পিষ্ট হয়েও মারা যেতে পারেন। আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে সিসিটিভি’র ফুটেজ চেয়েছি।দিল্লীতে বিকেল ৫ টা নাগাদ প্রায় ৯০ মাইল গতিতে এ ঝড় আঘাত হানে, সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টিও। ধুলোয় ঢেকে যায় চারপাশ। ঝড়ের আঘাতে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গেছে ও দেওয়াল ধসে পড়েছে। এ সময় দিল্লীর জনজীবন স্থবির হয়ে পড়ে।এ সময় নিরাপত্তার কারণে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।ঝড়ে দিল্লীর বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু এলাকা ডুবে যায় অন্ধকারে। রাজধানী রাস্তায় রাস্তায় গাছ পড়ে রয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ চলছে। ঝড়ের কারণে গতকাল বিভিন্ন ওই এলাকার রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হয় বলে খবরে জানা গেছে।