দুর্গাপুজা উপলক্ষে নড়াইলে জেলা পুলিশের আইন-শৃংখলা বিষয়ক মতমিনিময় অনুষ্ঠিত

0
152

সুজয় বকসী,নড়াইল-প্রতিনিধি: দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপুজা উপলক্ষে নড়াইলে জেলা পুলিশের আইন-শৃংখলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নড়াইল জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইনস্ এর ড্রিলসেডে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সাদিরা খাতুন এতে প্রধান অতিথি ছিলেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যন নিজামউদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু , জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এর কর্মকর্তাগন এবং জেলার বিভিন্ন পূজাঁ কমিটির সভাপতি-সাধারন সম্পাদকগনসহ জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব, আমরা সে ভাবেই এ উৎসবটা পালন করতে চাই। নড়াইল জেলা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এক ধরনের লোক গুজব ছড়িয়ে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করতে পারে ,কোন ধরনের গুজবে কান দিবেন না। তাদের বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। প্রতিটি মন্ডপে আইন-শৃংখলা বজায় রাখতে আইন-শৃংখলা রক্ষাবাহিনীর পাশাপাশি ,পূজাঁ কমিটির স্বেচ্ছাসেবকরা কাজ করবেন।এ ছাড়া পুজা চলাকালে ডিজে গান বন্ধসহ যে কোন ধরনের অশ্লীল কর্মকান্ড থেকে বিরত থাকতে আহবান জানান বক্তারা। জেলায় এ বছর ৫৭১ টি পূজাঁ মন্ডপের আসন্ন শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
,