নড়াইলে ঐতিহ্যবাহী চিত্রা নদীতে এস এম সুলতান নৌকা বাইচ প্রতিযোগীতা ১৪ অক্টোবর

0
226

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিকে সর্বজনীন করার উদ্দেশ্যে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান নামে নড়াইলের ঐহিত্যবাহী চিত্রা নদীতে ‘এস, এম, সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগীতা-২০২৩ আয়োজনের জন্য এক প্রস্তুতি সভামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জেলা প্রশাসন ,নড়াইল এর আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, আগামী ১৪ অক্টোবর শনিবার দুপুরে নড়াইল এর ঐতিহ্যবাহী চিত্রা নদীতে পুরুষ ও মহিলা ২টি গ্রুপে এ প্রতিযোগীতা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। নড়াইল শহরের শেখ রাসেল সেতু এর নিচে চিত্রা নদীর পাড়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্টিত হবে এবং বাইচ শেষে ঐতিহ্যবাহী বাঁধাঘাট চত্বরে পুরস্কার বিতরণ করা হবে।নড়াইল শহরের শেখ রাসেল সেতু থেকে মাছিমদিয়া এলাকায় অবস্থিত এস, এম, সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এ নৌকাবাইচ অনুষ্ঠিত হবে এবং এ নৌকা বাইচে দেশের বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫ টি নৌকা অংশ গ্রহন করবে । প্রথমে মহিলা এবং পরে পুরুষ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী , বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, সহকারি কমিশনার ( ভ’মি) সেলিম আহম্মেদ, নেজারত ডেপুটি কালেক্টর মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, নড়াইল চেম্বার অফ কমার্সের সভাপতি মোঃ হাসানুজ্জামান নৌকা বাইচ পরিচালনা কমিটির কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা,সংবাদিকসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।