নড়াইলে হিন্দু ধর্মাবলম্বীদের দেবী সরস্বতী’র আরাধনা অনুষ্ঠিত

0
140

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বানী আর্চনার মধ্যদিয়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনায় নড়াইলে তাদের ধর্মীয় মতে বিদ্যার দেবী সরস্বতী পূজাঁ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর থেকেই বাসা বাড়িতে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবীর পূজাঁ শুরু হয়। বিদ্যা ও জ্ঞান লাভের আশায় বানী আর্চনার মধ্যদিয়ে সনাতন ধর্মের মানুষ শুক্লা পঞ্চমী তিথিতে দেবী সরস্বতী’র চরনে পুস্পমাল্য অর্পন, অঞ্জলী প্রদান ও প্রসাদ বিতরন করেন।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সনাতন ধর্মালম্বীরাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।