নড়াইল জেলা পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

    0
    318

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১১আগস্ট,সুজয় কুমার বকসী: নড়াইল জেলা পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় নড়াইল পৌরসভার পিছনের কালিদাস ট্যাংক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির একশত কেজি মাছের পোনা অবমুক্ত করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

    এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কবীরুল হাসান, সহকারী প্রকৌশলী পরিমল কুমার সাহা, জেলা পাবলিক লাইর্রেীর সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
    জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস জানান, ‘‘ আমিষের চাহিদা মেটাতে দেশে মাছের চাষ বাড়াতে হবে। মৎস্য চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের এগিয়ে আসলে যেমন বেকার সমস্যা দূর হতে তেমনি আমাদের মাছের চাহিদা মিটবে।

    তিনি বাড়ির আশেপাশের পুকুর ও জলাশয় ফেলে না রেখে মাছের চাষ করার অনুরোধ জানান।