নড়াইল সদর ও কালিয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

0
143

সুজয় বকসী,নড়াইল প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের সাথে নড়াইলের নড়াইল সদর ও কালিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন।

সোমবার (৩০ অক্টোবর) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫০টি মডেল মসজিদের সাথে নড়াইলেরও ২টি মডেল মসজিদের উদ্বোধন করেন।

নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের নাকসী মাদ্রাসা বাজারে নির্মিত নড়াইল সদরের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিচতলার সেমিনার কক্ষে বড় পর্দায় এ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনে ,নড়াইল এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, পৌর মেয়র আঞ্জুমান আরা, গনপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোঃ নাহিদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শাশ্বতী শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, সদর উপজেলা সহকারি কমিশনার ( ভ’মি) সেলিম আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা এস,এম বাকী,নড়াইল চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ হাসানুজ্জামান, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যার এস,এম পলাশ,সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ,জনপ্রতিনিধি,ইমাম,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

৩ তলা বিশিষ্ট এ মসজিদে ইমাম ট্রেনিং সেন্টার, ডেডবডি ওয়াশরুম, মহিলাদের নামাজের স্থান, মিটিংরুম, লাইব্রেরী, ইসলামিক রিসার্স সেন্টার,পাকিংসহ নানা সুবিধা থাকবে।

ধর্মমন্ত্রনালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গনপূর্ত বিভাগ এ মডেল মসজিদ গুলি নির্মান বাস্তবায়ন করেছে।