নবীগঞ্জের মুক্তিযুদ্ধা মাহবুবুর রব সাদী‘র স্মরন সভা

    0
    223

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৯ফেব্রুয়ারী,সানিউর রহমান তালুকদার নবীগঞ্জের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহবুবুর রব সাদী বীর প্রতীক স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের মাঠে মাহবুবুর রব সাদীর শুভাকাংখী ও অনুসারীদের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবুর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মুক্তিযোদ্ধা সন্তান হাফিজ জাহাঙ্গীর আলম ও গীতাপাঠ করেন, মুক্তিযোদ্ধা রবিন্দ্র দাশ।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক লোকমান আহমেদ, সিলেট মদন মোহন বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ডঃ আবুল ফতেহ্ ফাত্তাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ ও আব্দুল মালিক, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিরিন আক্তার, নবীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুর উদ্দিন আহমদ (বীর প্রতিক), কেন্দ্রীয় জাদস নেত্রী শামিমা আক্তার, দেবপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও মরহুম সাদীর ঘনিষ্টজন এবং স্বরণ সভার উদ্যোতা আ.ক.ম ফখরুল ইসলাম, কালিয়ার ভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান সালেহ আহমদ চৌধুরী, বাউসা ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা জাপার আহবায়ক ডাঃ শাহ আবুল খয়ের, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, বাউসা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট মাসুম আহমদ জাবেদ, কালিয়ার ভাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বীর প্রতীক এম আর সাদী মেমরীয়াল ট্রাষ্ট যুক্তরাজ্যের সভাপতি ময়নুল আমীন বুলবুল, যুক্তরাজ্য মাচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুহরাব হোসেন, হবিগঞ্জ জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল হাসনাত, মরহুম মাহবুবুর রব সাদীর তনয় শুভ মুহতাদ সাদী, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান এডভোকেট রত্নদীত দাশ রাজু, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মো: আলমগীর মিয়া।

    স্বাগত বক্তব্য রাখেন, মরহুম সাদীর ঘনিষ্টজন বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত সুরঞ্জন দাশ, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস.এম আতাউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপটি কমান্ডার মৌলদ হোসেন কাজল, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুমঙ্গল দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মছদ্দর আলী ও মৃনাল কান্তি রায়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী, লোকমান আহমদ খাঁন, জাকির হোসেন, আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী দিলারা হোসেন, সাধারন সম্পাদক শেখ শরিফা রহমান, ১নং ইউপি চেয়ারম্যান সত্যজীত দাশ, ২নং ইউপি সাবেক চেয়ারম্যান মেহের আলী মালদার, ১১নং ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, যুবলীগ নেতা অনু আহমদ, লন্ডন সিটি জাসদের সভাপতি মুস্তাক আহমদ, জাপা নেতা খলিলুর রহমান দুদু প্রমূখ।

    এছাড়াও মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্বরণ সভার শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু, ৫২ এর ভাষা শহীদ, মহান মুক্তিযোদ্ধের ৩০ লক্ষ্য শহীদ, ৭৫ এর ১৫ আগষ্ট এর সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মাহবুবুর রব সাদী বীর প্রতীক স্বরণে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সভায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

    সভায় প্রধান অতিথি এডভোকেট আলহাজ্ব মোঃ আবু জাহির এমপির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রব সাদীকে বাঙ্গালী জাতী অমৃতের সন্তান উল্লেখ করে বলেন, বাঙ্গালী বাংলাদেশের পতাকা জাতীয় সংগীত এবং বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মহান মুক্তিযোদ্ধের স্বর্ণালী ইতিহাসের মাহবুবুর রব সাদীর বীরত্বের কাহিনী স্বর্ণাক্ষরে লিপিবন্ধ থাকবে। তিনি আরো বলেন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সাদী বীর প্রতীককে আমাদের আগামীর প্রজম্মের কাছে স্বরণীয় করে রাখতে নবীগঞ্জে একটি বৃহতর রাস্তার নামকরণ করা হবে।

    এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সর্ম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের জীবন মানের উন্নয়নে বহুমূখী প্রকল্প গ্রহন করেছেন।