নবীগঞ্জে বাংলাদেশ স্কাউটের সমাবেশ অনুষ্ঠিত

0
107
নবীগঞ্জে বাংলাদেশ স্কাউটের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে

নূরুজ্জামান ফারুকী,নবীগঞ্জ থেকে: নবীগঞ্জ জে. কে মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নের স্কাউটিং ক্যাম্প পরিষদ ৫ম উপজেলা কাব ক্যাম্প ২০২৪।
এতে অংশ নিয়েছেন প্রায় ২৬০ স্কাউটস সদস্য। ফিতা কেটে, রঙিন বেলুন উড়িয়ে তিনদিনব্যাপী কাব ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। যেখানে উপজেলার ২৫ টি স্কুলের থেকে এসেছে স্কাউটস শিক্ষার্থীদের ছোট ছোট দল।

বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ স্কাউটস নবীগঞ্জ উপজেলা কমিশনার ক্যাম্প চীফ আলী আমজাদ মিলনের সভাপতিত্বে ও মিলাদ আহমেদ পরিচালনায় মহা-আয়োজনের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা অফিসার অনুপম দাশ অনু ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্প উপদেষ্টা ও নবীগঞ্জ জেকে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, প্রোগ্রাম চীফও বাংলাদেশ স্কাউটের হবিগঞ্জ জেলা স্কাউট লিডার জি এম সাহিদুল ইসলাম, কোয়াটার মাষ্টার ও বাংলাদেশ স্কাউট নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার হারুন মিয়া,ক্যাম্প মাশাল, আউশকান্দি মুক্ত স্কাউট সম্পাদক মিলাদ হোসেন,ভলান্টিয়ার চীফ ও নবীগঞ্জ জেকে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার রাজিব চন্দ্র দাশ।অনুষ্ঠানের শুরুতেই স্কাউটস পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়। শেষে বেলুন উড়িয়ে প্রথম দিনের আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিরা।
নবীগঞ্জ উপজেলার ৫ টি সাব ক্যাম্প রয়েছে। এগুলো হলো (১)শাহ আবু মোহাম্মদ সামছুল কিবরিয়া সাব ক্যাম্প (২) দেওয়ান ফরিদ গাজী (৩) অনুদ্বেপায়ন (৪) মোঃ হাবিবুর রহমান( ৫) মাহহবুবুর রব সাদী সাব। সবশেষে আগামী বৃহস্পতিবার (৮মার্চ ) অনুষ্ঠিত হবে মহা তাঁবু জলসা।
মহা তাঁবু জলসায় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -১ আসনের নবীগঞ্জ – বাহুবল সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে এদিন আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা অফিসার অনুপম দাশ অনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন দেলোয়ার,ও নবীগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ওসি মাসুক আলী প্রমুখ।

উল্লেখ্য আগামী কাল ১০ মার্চ সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে নবীগঞ্জে আয়োজিত এবারের ৫ম উপজেলা কাব ক্যাম্প ২০২৪। সমাপণী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ -১ আসনের নবীগঞ্জ -বাহুবলের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি।