নবীগঞ্জে লেনদেনকে কেন্দ্র করে দু‘গ্রামে সংঘর্ষঃআহত-৩০

    0
    192

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৪অক্টোবর,স্টাফ রিপোর্টার,নবীগঞ্জঃনবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দীঘলবাক ও জামারগাও গ্রামে পাওনা টাকা পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু‘গ্রাম লোকের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়েছে। আহতদের মধ্যে ১০জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    অন্যান্য আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। ফের বড় ধরনের সংঘর্ষের আশংকায় রয়েছন স্থানীয়রা।

    এলাকাবাসী সুত্রে জানা যায়, দীঘলবাক গ্রামের ছায়েদ মিয়ার কাছে জামারগাঁও গ্রামের কাজল মিয়ার দীর্ঘ দিন কিছু টাকা পাওনা ছিল। এ নিয়ে দু‘জনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দু‘জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

    এ খবর উভয় গ্রাম ও তাদের আত্বীয় স্বজনদের মধ্যে জানাজানি হলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে আসে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়।

    আহতদের মধ্যে নাইম মিয়া (১৮), আহমদ আলী (৩৫), জয়তিক মিয়া (৪০), রিপন মিয়া (২০), শিপন মিয়া (২৬), আলী হোসেন (২৮), ছায়েদ মিয়া (৩৫), ফয়ছল মিয়া (২০), ফরমান আলী (২৪), সোহাগ আহমদ (২৩) ও মামুন মিয়া (১৪) কে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।