নানা আয়োজনে পালিত হলো “শ্রীমঙ্গল মুক্ত দিবস”

    0
    241

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ডিসেম্বর,জহিরুল ইসলামঃ  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে পালিত হলো ৬ ডিসেম্বর “শ্রীমঙ্গল মুক্ত দিবস”। ১৯৭১ সালে এই দিনে শ্রীমঙ্গল পাক হানাদার বাহিনীর হাত থেকে শ্রীমঙ্গল শত্রু মুক্ত হয়। উড়ানো হয় লাল সবুজের স্বাধীন বাংলার পতাকা।

    আজ মঙ্গলবার ৬ ডিসেম্বর সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় অফিসে পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ জহুর আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।

    আলোচনা সভা শেষে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানে অবস্থিত শহীদ ব্যাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ।

    এ সময় বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান।  এ সময় উপস্থিত  ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা জনাব আব্দুল খালিক,মোঃ আরজু মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছালিক আহমদ,শ্রমিক নেতা মোঃ শাহাজান মিয়া,মোঃ ইসমাইল হোসেন প্রমুখ।

    পরে  ৬ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষ্যে শ্রীমঙ্গল কন্ঠ শিল্পী কল্যাণ সংস্থা শ্রীমঙ্গল চৌমুহনায় চত্বরে আয়োজন করে স্বাধীন বাংলা বেতারের গানের অনুষ্টান। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সারগাম সংগীত বিদ্যালয়ের অধ্যক্ষ বুলবুল আনাম চৌধুরী , সহসভাপতি কণ্ঠ শিল্পী সুশিল শীল, কন্ঠ শিল্পী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তারেক ইকবাল,সারগামের সভাপতি মোমিনুল হোসেন সোহেল,আবু তালেব বাদশা, সাংবাদিক কাউছার ইকবাল,অনুজ কান্তি দেব।

     অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কণ্ঠ শিল্পী সুশিল শীল,তারেক ইকবাল,ইমন দেব চৌধুরী , অনুপ বিশ্বাস, সাজ্জাদুর করিম, মোমিনুল হোসেন সোহেল প্রমুখ ।

    এর আগে শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদ শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।