নানা কর্মসূচির মধ্যদিয়ে আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত

0
512
নানা কর্মসূচির মধ্যদিয়ে আত্রাইয়ে জাতীয় শোক দিবস পালিত

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রোববার ১৫ আগস্ট ২০২১ সকালে দিবসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন ইউএনও ইকতেখারুল ইসলাম। এরপর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আ’লীগ পরিবার, সরকারের বিভিন্ন দফতর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর চেতনা লালন ও আদর্শ ধারনের প্রত্যয় নিয়ে ইউএনও ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার(ভূমি) মনজুরুল আলম,ওসি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ন সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, ইনেস্টাক্টর ফররুক আহম্মদ, সাংবাদিক তপন কুমার সরকার বক্তব্য রাখেন। যুব উন্নয়ন অফিসার ফজলুল হক এর স ালনায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, যুব অফিসের মাধ্যমে ৪ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণ এবং মহিলা বিষয়ক অফিসের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার টাকা মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ৪৬ টি বৃক্ষ রোপন এবং বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।