নানা নাটকিয়তায় চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষনা ভারতের

    0
    211

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৮ মে,স্পোর্টস রিপোর্টার:সকল নাটকিয়তার অাজ অবসান ঘটাল টিম ইন্ডিয়া।অবশেষে অংশ নিতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন ট্রফিতে।অনানুষ্ঠানিক ভাবে আজ ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।দল ঘোষনার জন্য আইসিসির সর্বশেষ বেঁধে দেয়া সময়সীমা ছিল ২৫ এপ্রিল।আইসিসির বাৎসারিক আয়ের প্রায় ২৩% ভারতকে দিতে চাইলে ভারত তাতে সন্তুষ্ট হয় নি।

    অাইসিসিকে পাল্টা জবাবে বলে দেয় তাদের এই আয়ের দেয়া অংশ নিবে না ভারত।এমনকি শ্রেফ জানিয়ে দেয় এবারের চ্যাম্পিয়ন ট্রফিতেও অংশ নিবে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।এজন্য ২৫ এপ্রিলের আগে দল ঘোষনা করেনি ভারত।তাতে অবশ্য পাত্তা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থাটি।তারাও ভারতের অযৌক্তিক দাবী মানতে নারাজ।চ্যাম্পিয়ন ট্রফিতে ভারত অংশ না নিলে তাদের জায়গায় চান্স দেয়া হবে বর্তমান রেংকিং-এ ৯ম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজকে।

    এমনটাই বিশ্ব মিডিয়াকে জানিয়ে দেয় অাইসিসি।এ নিয়ে আইসিসি ও বিসিসিআই এর মধ্যে বেশ কিছুদিন ধরে কোন্দল চলে আসছিল।অবশেষে আজ ৮ মে বিসিসিআই এর মিটিং শেষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০১৭ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করল বিসিসিআই।দলে জায়গা হয়নি ভারতীয় মিডল অর্ডারের অন্যতম কান্ডারী সুরেষ রায়না ও সাবেক ওপেনার গৌতম গাম্ভীরের।

    ১৫ সদস্যের ভারত দল:রহিত শর্মা,শিখর দেওয়ান,আজিনকা রাহানে,ভিরাট কোহেলী,এমএস ধোনী,যুবরাজ সিং,মানিষ পান্ডে,হার্ডিক পান্ডে,কেদার জাদব,উমেষ যাদব,রবিচন্দন অশ্বিন,রবিন্দ্র জাদেজা,মোহাম্মদ শামী,বুভনেশওয়ার কুমার,জাসপ্রিট বুমরাহ।আগামী ১লা জুন থেকে ইংল্যান্ডে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়ন ট্রফির।