নান্দাইলে পদ শূন্য ৩১ প্রধান শিক্ষক,৬৫ সহকারী শিক্ষক !

    0
    233

    প্রাথমিক শিক্ষা কার্যক্রম চরম  ব্যহত

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ফেব্রুয়ারী,এইচ এম সাইফুল্লাহ্, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৭২টি। দীর্ঘদিন যাবত নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন বিদ্যালয়ে ৩১ প্রধান শিক্ষক ও ৬৫ সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। ফলে নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষাকার্যক্রম মারত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নান্দাইলে প্রাথমিক শিক্ষা বিভাগে সদ্য জাতীয়করণ কৃত বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সহ ১৭২টি প্রাথমিক স্কুলের মাঝে ৩১টি স্কুলে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।

    ৬৫টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। সব মিলিয়ে ৯৬টি শিক্ষক পদ শূন্য রয়েছে। যেসব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য সেসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক গণ প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। কোনো কোনো বিদ্যালয়ে ২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। ফলে একদিকে অফিসিয়াল কাজ অন্যদিকে শিক্ষার্থীদের পাঠদান দিতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে।

    যেসব বিদ্যালয়ে মাত্র ২ জন শিক্ষক কর্মরত আছেন, সেসব বিদ্যালয়ে ১ জন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করায় তিনি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরম ভাবে ব্যাহত হচ্ছে।

    এব্যাপারে একাধিক অভিভাবক জানান, প্রধান ও সহকারী শিক্ষকের পদগুলো দীর্ঘদিন যাবত শূন্য থাকায় নান্দাইল উপজেলায় প্রাথমিক শিক্ষার মান খুবই নিন্মমানে এসে পৌছে গেছে। তারা আরো জানান, সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ অনেক শিক্ষার্থী ইংরেজীতে তার নাম লিখতে পারে না, যা অত্যন্ত দুঃখজনক।

    অভিভাবকরা নান্দাইল উপজেলার প্রাথমিক শিক্ষার বেহাল অবস্থা থেকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য অবিলম্বে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

    এব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনার কলি নাজনীনের সাথে কথা বললে তিনি বলেন, শিক্ষক নিয়োগতো সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। বিষয়টি একাধিক বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা হলে অবশ্যই শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।