নিহত নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ

    0
    203

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২২মে,ডেস্ক নিউজঃ মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিন মারা যাওয়ায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

    মঙ্গলবার (২২ মে) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন।

    আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা।

    ‘বুকের উপর দিয়ে গেল বাস’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আজ আদালতের নজরে আনলে আদালত এই রুল জারি করেন।

    রুলে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, সড়ক যোগাযোগ সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

    গত বৃহস্পতিবার সকালে নাজিম উদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়া থেকে মোটর সাইকেলে করে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন।

    এসময় শ্রাবণ ও মঞ্জিল পরিবহনের দুইটি বাসের মধ্যে কার আগে কে যাবে তা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এসময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন নাজিম।

    এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর শ্রাবণের চালক ওহিদুল ও মঞ্জিল বাসের সহকারী কামাল হোসেনকে আটক করা হয়।

    জানা যায়,মারা যাওয়ার তিনদিন আগে নাজিম উদ্দিন দ্বিতীয় কন্যা সন্তানের জনক হন। তার প্রথম কন্যা সন্তানের বয়স আট বছর।