নেত্রকোনায় খাগড়াছড়ির ফার্মাসিস্টের মৃত্যু রহস্য উদঘাটনের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন

0
203

আমার সিলেট রিপোর্ট: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলাধীন রামগড় এলাকার বিজয় দেবনাথ (২৭) নামের এক ফার্মাসিস্টের অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে দেশব্যাপী ফার্মাসিস্ট সংগঠন সদস্যরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এরই আলোকে বুধবার (৪ অক্টোবর) বিকালে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ফার্মাসিস্টরা মানববন্ধন করেছেন।
এতে উপস্থিত ছিলেন,ফার্মাসিস্ট বিজয় সিংহ,রহিমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,কমলগঞ্জ। ফার্মাসিস্ট সুমন সরকার,রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজনগর। ফার্মাসিস্ট মোঃ মারুফ হোসাইন ,কাগাবালা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,সদর মৌলভীবাজার। ফার্মাসিস্ট মিলন হোসেন,২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার প্রমুখ।
মানববন্ধনকারীদের দাবি বিজয় দেবনাথকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আত্মহত্যা করার মত কোনো কারণ নেই। তবে গুঞ্জন শোনা যাচ্ছে প্রভাবশালী একটি মহলের কথামত ঔষধপত্র না দেওয়াকে কেন্দ্র করে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। আবরাহের সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি সালের গত ৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ-সংলগ্ন এলাকার একটি বাসা থেকে জানালার সাথে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।

আরো জানা যায়,বিজয় দেবনাথ কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট হিসেবে গত ৯ আগস্ট ফার্মাসিস্ট পদে যোগদান করেছিলেন। তিনি খাগড়াছড়ির রামগড় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামগড় এলাকার বীরেন্দ্র কুমার নাথের ছেলে।

বিজয় দেবনাথ উপজেলা পরিষদ-সংলগ্ন ভাড়া বাসার একটি কক্ষে থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। ঘটনার আগের দিন শুক্রবার রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। পরের দিন সকাল ১০টার দিকে তাঁকে হাসপাতালে দেখতে না পেয়ে সহকর্মীরা মুঠোফোনে তাঁকে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেন। কোনো সাড়া শব্দ না পেয়ে একজন সহকর্মী ওই বাসায় গিয়ে ডাকাডাকি করেন। এরপরও সাড়া না মেলায় পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেখা যায়, জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় বিজয়ের লাশ ঝুলে আছে। ওই দিন দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন বলেন, বিজয় দেবনাথ ৯ আগস্ট ফার্মাসিস্ট হিসেবে যোগদান করেন। মৃত্যুর ঘটনাটিকে পুলিশ তদন্ত করছে।
অপরদিকে কেউ কেউ সন্দেহ পোষণ করছেন, নতুন জয়েন করার পর থেকে হাসপাতালের সাথে জড়িত দালালদের মনঃপুত না হওয়ায় এবং অবৈধ চাহিদা পূরণ না করায় এমন ঘটনা ঘটতে পারে, সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা হিসেবেই অনুমান করা হচ্ছে। তবে মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।