নড়াইলসহ খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে

    0
    210

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২৬ফেব্রুয়ারী,নড়াইল প্রতিনিধিঃ সড়ক দূর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় বাস চালককে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে নড়াইলসহ খুলনা বিভাগের ১০ জেলায় অনিদিষ্টকালের ধর্মঘট ডেকেছে শ্রমিক ফেডারেশন। রবিবার সকাল থেকে জেলার সকল রুটে এ ধর্মঘট শুরু হয়েছে। এদিকে ধর্মঘটের কারনে এসএসসি পরীক্ষার্থীসহ যাত্রীরা পড়েছে বিপাকে। এদিকে অভিযোগ রয়েছে বাস ও ট্রাক শ্রমিকরা জোর করে অটো, ভ্যান, মোটরসাইকেলসহ অন্যান্য যানবহনে চলাচলকারী যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে।
    বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ,খুলনা বিভাগের কার্যকরী সভাপতি ও ঢাকার যুগ্ম সম্পাদক এবং নড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের  সাধারন সম্পাদক   সাদেক আহম্মেদ  খান জানান, এ ঘটনায় বাস চালকের কোন দোষ ছিল না। যদি দোষ থাকে তাহলে দেশের প্রচলিত মোটর যান আইনে এ বিচার করা হোক। যদি এর সঠিক বিচার না হয়, তাহলে এ আন্দোলন দেশের সব জায়গায় ছড়িয়ে যাবে।