নড়াইলে এলজিএসপি-৩ ‘র অগ্রগতি ও অর্জন অবহিতকরণ কর্মশালা

0
238

সুজয় কুমার বকসী,নড়াইল প্রতিনিধি: নড়াইলে “লোকাল গভর্ন্যানাস সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি)-৩” এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ বিষয়ক জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১১ অক্টোবর নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার , পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শ্শ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এইচ,এ বদরুল রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজানুর রহমান, এলজিএসপি ফ্যাসিলেটর ফরজানা আক্তার, এ পিপি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী,জেলা পরিষদ’র সাবেক সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অধ্যক্ষ রওশন আলী , সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সরকারি কর্মকর্তা , জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের যৌথ অর্থায়ানে লোকাল গভর্ন্যানাস সার্পোট প্রজেক্ট-৩ (এলজিএসপি)-৩ প্রকল্পের কার্যক্রম সুচারুরুপে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিতিদের করনীয় ও এর অগ্রতি ও অর্জন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।