নড়াইলে দু’দিনব্যাপী যুদ্ধযাত্রা ৭১ এর উদ্বোধন

    0
    221

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৯ডিসেম্বর,নড়াইল প্রতিনিধি: আজ ৯ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রাম হতে চুড়ান্ত যুদ্ধযাত্রা শুরু হয়।

    পরের দিন ১০ ডিসেম্বর নড়াইল পানি উন্নয়নবোর্ডে হানাদার বাহিনীর সাথে সম্মুখযুদ্ধে হানাদার বাহিনী পরাজয়ের মধ্যদিয়ে নড়াইল মুক্ত হয়।  মুক্তিযুদ্ধের সেই স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে নড়াইলের ভবানীপুর আর.বি.এফ.এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুদিনব্যাপী যুদ্ধযাত্রা ৭১ এর আয়োজন করা হয়েছে।

    সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। যুদ্ধযাত্রা ৭১ পরিষদের আহবায়ক শরীফ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তৃৃতা করেন ৭১’ বি.এল.এফ প্রশিক্ষক (মুজিব বাহিনী) শরীফ নূরুল আম্বিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী সভা শেষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।

    র‌্যালিতে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।  দু’দিনব্যাপী যুদ্ধযাত্রা ৭১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা, ভবিলবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জারীগানের আয়োজন করা হয়েছে।