নড়াইলে ধর্ষক ও হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

    0
    210

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কালিয়ায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষনের শিকারসহ সারাদেশে সংঘটিত একাধিক ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে এবং এসব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালিন করেছেন। শনিবার কালিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা শহরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    কালিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরকারী শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ পর্যন্ত সকাল ১১টায় প্রায় এক কিলোমিটার সড়ক জুড়ে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহন করেন।
    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সরকারী শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ তপন কুমার দাশ, কালিয়া সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম শুকুর আলীসহ অনেকে।
    বক্তারা কালিয়া উপজেলার চাঁন্দেরচর প গ্রাম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণসহ বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, মাধ্যামিক ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের ওপর ধর্ষণের ঘটনা ও হত্যার ঘটনার উপযুক্ত বিচার দাবি করেন।

    উল্লেখ্য যে, কালিয়া উপজেলার প গ্রাম নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গত বুধবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের পাশে পাট ক্ষেতে মুখ বেঁধে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা শিশুর মা বাদী হয়ে ওই রাতে নড়াগাতী থানায় ধর্ষক নয়া মাউলী গ্রামের মৃত ছাত্তার মোল্যার ছেলে ছবেদ মোল্যাকে (২৬) আসামী করে মামলা দায়ের করেন।

    নড়াগাতি থানার ওসি আলমগীর কবির বলেন, ‘বৃহস্পতিবার (১১ জুলাই) ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে আসামী পলাতক থাকায় এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আশা করি খুব দ্রুত আসামীকে গ্রেফতার করা সম্ভব হবে।’।