নড়াইলে নন-এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন-স্মারকলিপি

    0
    244

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৯অক্টোবর,নড়াইল প্রতিনিধিঃ নড়াইল জেলার ৩০টি নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের  আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

    জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় একঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন  জেলা নন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কে.এম আফসার উদ্দিন, আশার আলো মহাবিদ্যালয়ের শিক্ষিকা বিথীকা বিশ্বাস, খড়রিয়া রহিমা হাবিব দাখিল মাদ্রাসার শিক্ষক তবারেক হোসেন প্রমুখ।
    বক্তারা বলেন, নড়াইল জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত না হওয়ায় এসব প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন-যাপন করছেন। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা জাতীয়করণকরণের মধ্যদিয়ে প্রমাণিত হয় বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বক্তারা মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে ননএমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্তির দাবি জানান।
    মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
    জানাগেছে, নড়াইল জেলায় ৩০টি নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৭টি মহাবিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কারিগরি স্কুল এবং ৭টি মাদ্রাসা রয়েছে।