নড়াইলে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী পালিত

    0
    219

    নড়াইল প্রতিনিধিঃ নানা আয়োজনে নড়াইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে । বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে সকালে পুরাতন বাস টার্মিনালের বঙ্গবন্ধরু মুর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে সাড়ে ৮টায় বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়াম থেকে একটি শোক র‌্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় । পরে ঐ স্থানে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ,নড়াইল পৌরসভা ,জেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ,স্বেচ্ছা সেবক লীগ, জেলা ছাত্রলীগ, স্বাস্থ্য বিভাগ,কৃষি বিভাগ,সদর উপজেলা প্রশাসন,সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের অধিনায়ক নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা, দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) এ, এফ,এম আমিনুল ইসলাম,জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ^াস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম।

    আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু , পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, সিভিল সার্জন ডাঃ আসাদ উজ জামান মুন্সি, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবিব,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ অচিন চক্রবর্তী, সাধারন সম্পাদক অ্যাডঃ ওমর ফারুক,জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ উত্তম কুমার ঘোষ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফুজ্জামান মুকুল, সাধারন সম্পাদক নিলয় রায় বাধন,জেলা পরিষদের মহিলা সদস্য রওশন আরা লিলি,নারীনেত্রী আঞ্জুমান আরা, গুলশান আরা, সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, আইনজীবি, শিক্ষক- শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।