নড়াইলে বছরের প্রথম দিনেই নতুন বই পেল ছাত্ররা

    0
    240

    আমারসিলেট24ডটকম,০১জানুয়ারী,সুজয় কুমার বকসী: বছরের প্রথম দিনেই বিনামূল্যে নতুন পাঠ্য হাতে পেল নড়াইলের ছাত্র-ছাত্রীরা। উৎসব মূখর পরিবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই বিতরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক আঃ গাফফার খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরা সুলতানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডলসহ অনেকে।

    নড়াইল জেলায় ২০১৫ সালে মাধ্যমিকে মোট পাঠ্য বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৩২ হজার ৫২৯ খানা, পাওয়া গেছে ৮ লাখ ২৭ হাজার ৭৯ খানা, প্রাপ্তির হার ৯৯%। দাখিল পর্যায়ের চাহিদা ছিল ১ লাখ ৩৮ হাজার ৩৩৪ খানা, পাওয়া গেছে ১লাখ ২৮৭ খানা, প্রাপ্তির হার ৭২%। এবতেদায়িতে চাহিদা ছিল ৭৮ হাজার ২৪০ খানা, প্রাপ্তির হার ১০০%। এসএসসি ভোকেশনালে চাহিদা ১৪ হাজার ২৯০ খানা, প্রাপ্তির হার ১০০% এবং দাখিল ভকেশনালে চাহিদা ছিল ১ হাজার ৪৪০ খানা, প্রাপ্তির হার ১০০% ভাগ। মাধ্যমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল জানান, হরতাল এবং দক্ষিণ বঙ্গে পরিবহন ধর্মঘটের কারনে শুধু মাত্র দাখিল পর্যায়ের নবম শ্যেণীর পাঠ্য বই পৌঁছায়নি। তবে এসব বই ক্লাস শুরুর আগেই পৌঁছে যাবে।

    এছাড়া প্রাথমিক পর্যায়ে জেলায় মোট বইয়ের চাহিদা ছিল ৫লাখ ৫৫ হাজার ৮৬৪ খানা এবং প্রাপ্তির হার শত ভাগ।