“ নড়াইলে বাল্য বিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক”অবহিত করণ সভা

    0
    227

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,২১এপ্রিল,সুজয় কুমার বকসীঃ “নড়াইলে বাল্য বিবাহ ও মানব পাচার প্রতিরোধ বিষয়ক”অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চাইল্ড সেফটি নেট প্রজেক্ট,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যশোরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন চাইল্ড সেফটি নেট প্রজক্ট,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,যশোরের এরিয়া সমন্বয়কারী মাইকেল মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, চাইল্ড সেফটি নেট প্রজক্টের জেলা প্রজেক্ট অফিসার আবেদা সুলতানাসহ অনেকে। সভায় নড়াইল সদর  উপজেলার ৬টি ইউনিয়নের ৬ জন সচিব,১৮ জন মহিলা মেম্বার অংশ গ্রহন করেন।

    সভায় বক্তরা বলেন, বাল্য বিবাহ ও মানব পাচার  সব সময়  আইন প্রয়োগ করে বন্ধ করা সম্ভব নয়, এ বিষয়ে জনসচেনতা সৃষ্টিসহ সাধারন জনগনকে সজাগ থেকে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে, সবাই সচেতন হলেই সমাজ থেকে বাল্য বিবাহ ও মানব পাচার বন্ধ করা সম্ভব।