নড়াইলে মাশরাফির পক্ষ থেকে ৪০টি পিপিই সরবরাহ

    0
    225

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইল-২ আসনের এমপি ক্রিকেট তারকা মাশরাফি-বিন-মোর্ত্তজা করোনাভাইরাস মোকাবিলায় নিজস্ব তহবিল থেকে জেলার চিকিৎসকদের জন্য ২শ এবং গণমাধ্যমকর্মীদের জন্য ৪০টি পিপিই দিয়েছেন। মঙ্গলবার (৩১মার্চ) দুপুর ২টার দিকে মাশরাফির বাড়িতে তার পিতা গোলাম মোর্ত্তজা স্বপন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন এবং সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুস সাকুর ও সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবর কাছে এসব পিপিই তুলে দেন। এছাড়া নড়াইলের বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের করোনা সংক্রান্ত জরুরি সংবাদ সংগ্রহের জন্য ৪০টি পিপিই দেওয়া হয়।
    এ সময় গোলাম মোর্ত্তজা স্বপন বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনে মাশরাফি চিকিৎসকদের জন্য আরও পিপিই সরবরাহ করবেন। এক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেবার ক্ষেত্রে মাশরাফি প্রস্তুত রয়েছে বলে জানান।
    সদর হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান বাবু নড়াইল-২ আসনের এমপি মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ পিপিই পাওয়ায় চিকিৎক-নার্সদের মনোবল অনেক বেড়ে গিয়েছে। এতে চিকিৎসকরা করোনা প্রতিরোধে দ্বিগুন উৎসাহে কাজ করতে পারবে।