নড়াইলে ২দিন ব্যাপী শিশু মেলা’র উদ্বোধন

    0
    256

    নড়াইল প্রতিনিধি: নড়াইল সদরের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের ২ দিন ব্যাপী ( ১২-১৩ জানুয়ারি) “ শিশু মেলা ” শুরু হয়েছে। শনিবার জেলা তথ্য অফিসের আয়োজনে সদরের চন্ডিবর ইউনিয়নের শিবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা ।
    এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিদ্যালয়ের আশ-পাশের এলাকা প্রদক্ষিন শেষে একই স্থানে এনে শেষ হয়।
    জেলা তথ্য কর্মকর্তা মোঃ ইব্রাহিম আল মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) কাজী মাহবুবুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুউদ্দিন, ,চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্তিত ছিলেন।
    মেলা উপলক্ষে জেলা তথ্য অফিসের একটি ষ্টল খোলা হয়েছে।
    ষ্টলে শিশু ও নারী উন্নয়নের সচেতনতামুলক বিভিন্ন লিফলেট বিতরণ ও এ বিষয়ে উপর প্রচার করা হচ্ছে।
    দুদিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শনী, শিশু-শিক্ষক ও অভিভাবক সমাবেশ,কুইজ , কবিতা আবৃতি,উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পুরস্কার বিতরনী ,সমাপনি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।