পবিত্র হজ্ব নিয়ে সৌদির কঠোর আইনী সিদ্ধান্ত:না মানলে ১৫ লক্ষ টাকা জরিমানা

0
114

পবিত্র হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও নিরাপদ করতে নানা উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। এরই অংশ হিসেবে এবার হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ্জ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছেন সৌদি আরব।

দেশটির হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনুমতি ছাড়া হজ্ব পালন করা বেআইনি। এ আইন ভঙ্গ করলে দিতে হবে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান।

এছাড়া পবিত্র হজ্ব পালনের অনুমতিবিহীন পর্যটক মক্কায় ধরা পড়লেও একই পরিমাণ জরিমানা করা হবে। আইন ভঙ্গ করলে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেয়া হবে। কারাভোগের পর নিজ দেশে তাদের ফেরত পাঠানো হবে এবং পরবর্তী ১০ বছরে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।

মন্ত্রণালয় জানায়, এই আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। যেন তাদের আশপাশের সবাই চিনে রাখতে পারেন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ্বের মূল কার্যক্রম জুনের ১৪ তারিখে হতে পারে। এবছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ্বের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন মাত্র ৮৩ হাজার ১৫৫ জন।