পীরগঞ্জের টাংগন নদীতে অবৈধ্যভাবে বালু উত্তোলন

    0
    207

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,২৮এপ্রিল,গীতিগমন চন্দ্র রায়ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সাগুনী শালবাগান নামক স্থানের এলাকায় টাংগন নদীতে নিত্যদিনে ১০-১৫টি ট্রলি অবৈধ্যভাবে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় ৮০০ থেকে ১৫০০ টাকা ট্রলি ধরে বিক্রি করে আসছে। এতে ঐ এলাকায় নদী ভাঙ্গন প্রতি বছরে বিস্তার লাভ করছে।

    এ বিষয়ে প্রশাসন নিরব ভূমিকা পালন করছে বলে ঐ এলাকার কয়েকজন সুশীল সমাজের ব্যক্তি জানান। ২৬/০৪/১৭ বুধবার সকাল ১১ টায় সাগুনী শালবন টাংগন নদী এলাকায় প্রদর্শন করে দেখা গেল যে, রেব্যার ডেমের দক্ষিণ পার্শ্ব হতে ঠাকুরগাঁও-দিনাজপুর গামী সাগুনী রেলওয়ে ব্রীজের দক্ষিণে মোট ১৫টি ট্রলি বালু উত্তোলন করতে দেখা যায়।

    এতে জানা যায়, বাঁশগাড়া গ্রামের জগদীশ রায়ের ট্রলি নিত্যদিনেই এ ব্যবসা নিয়ে মাতঙ্গ রয়েছে।