পৌরসভা নির্বাচনঃশ্রীমঙ্গল পৌরবাসীর হতাশা

    0
    217

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,০৬ডিসেম্বর,সুমন পাল,জহিরুল ইসলামঃ মেয়াদ পূর্ণ হওয়া সকল পৌরসভায় এখন নির্বাচনী হাওয়া। প্রার্থী সমর্থক এবং ভোটারের মাঝে চলছে হিসাব নিকাশ। আলোচনায় জমে উঠেছে হাঠ বাজার, চায়ের দোকান, রেষ্টুরেন্ট, পাড়া মহল্লা তথা সর্বমহলে।

    প্রতিটি পৌর এলাকায় সম্ভাব্য প্রার্থীদের শুভেচ্ছা সম্বলিত ব্যানার ফেস্টুন টানিয়ে শহরের সৌন্দর্যের বারোটা বাজিয়ে ফেলা হয়েছে ইতিমধ্যে। এ অবস্থা থেকে পিছিয়ে নেই শ্রীমঙ্গল পৌরসভাও।

    মেয়াদ উত্তীর্ন পৌরসভা গুলীর মধ্যে নির্বাচন যোগ্য প্রথম ধাপের প্রকাশিত তালিকায় শ্রীমঙ্গলের নাম ঘোষনা করা হয়। এর পর থেকে শ্রীমঙ্গলের প্রার্থী নিয়ে বিভিন্ন ধরনের আলোচনার মধ্যে রাজনৈতিক প্রভাব বিস্তারসহ সুক্ষ মেরুকরণ শুরু হয়। যদিও দীর্ঘ দিনের দাবী হিসাবে পৌর এলাকার সীমানা বৃদ্ধি করণ বিষয়ক জটিলতা নিয়ে এক ধরনের ধোয়াশা সৃষ্টি হয়েছে।

    কিন্তু এত বছরেও কিছু না হওয়ায় ঠিক নির্বাচনের মূহুর্তে নাম ঘোষনার পরও হঠাৎ করে তালিকা থেকে শ্রীমঙ্গল পৌরসভার নাম বাদ দিয়ে তপশীল ঘোষনা হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টিতে কেউ কেউ ষরযন্ত্রের গন্ধও খোঁজার চেষ্টা করছেন। ইতিমধ্যে সীমানা বর্ধিত করনের দাবী নিয়ে আদালতে রীট পিটিশন করেছেন দুটি পক্ষ।

    এদিকে স্থানীয় সরকার বিষয়ক সংশোধীত নীতিমালায় চূড়ান্ত ভাবে বলা হয়েছে, যদি কোন পৌরসভার মেয়াদ উত্তীর্ন হয়, সে পৌরসভায় কোন কারনে নির্বাচন করা না গেলে, উক্ত পৌরসভার পরিষদকে অপসারন করে উপজেলা ম্যাজিষ্টেট প্রশাসকের দ্বায়িত্ব পালন করবেন।