প্রকৃত শিক্ষায় শিক্ষিতরাই দেশের গর্ব:নাসা বিজ্ঞানী ডক্টর মশিউর 

    0
    208

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২সেপ্টেম্বরঃ আমাদের সমাজে শিক্ষিত মানুষের বড় অভাব। সমাজকে পরিবর্তন করতে হলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই আমাদের ছেলে-মেয়েদের শিক্ষিত করে তুলতে হলে দরকার প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার । প্রকৃত শিক্ষায় শিক্ষিতরাই দেশের জন্য গর্ব। শনিবার সকালে শার্শা উপজেলার বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা আমেরিকার নাসা বিজ্ঞানী ডক্টর মশিউর রহমান এ কথা বলেন।

    কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আনিছ উদ্দিন, চালিতা বাড়ীয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রবিউল হোসেন।
    এসময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, কলেজের পরিচালনা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, প্রভাষক রুকনুজ্জামান, হুমায়ন কবির, ছাত্রী তামান্না তাসমিন, তানজিলা পিয়াস, ফারজানা চাদনী, শেফালী খাতুন, রহিমা তাসকিন প্রমূখ।