প্রবীণ কমিউনিস্ট নেত্রী কমরেড প্রণতি দস্তিদারের মৃত্যুতে শোক

    0
    228

    আমারসিলেট24ডটকম,২১মেঃ ভাষা কণ্যাখ্যাত প্রবীণ কমিউনিস্ট নেত্রী কমরেড প্রণতি দস্তিদার আজ সকাল ১১.৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। কমরেড প্রণতি দস্তিদার প্রখ্যাত কমিউনিস্ট নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা প্রয়াত কমরেড শরদিন্দু দস্তিদারের সহধর্মীনি ছিলেন। ১৯২৭ সালে জন্মগ্রহণকারী এই প্রবীণ বিপ্লবী ছাত্র জীবনে প্রগতিশীল ধারার রাজনীতির সংস্পর্শে আসেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারী আন্দোলনের সূতীকাগার চট্টগ্রামের বীর নারী নেত্রীদের আরেক সংগ্রামী নেত্রী প্রণতি দস্তিদার। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে চট্টগ্রামে সামনের সারীর নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হন। পরবর্তীতে কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে রাজনীতিতে সক্রীয় হন। তাঁর প্রয়াত স্বামী ও সতীর্থ রাজনৈতিক সহযোদ্ধা কমরেড শরদিন্দু দস্তিদার ও তিনি পার্টির সার্বক্ষনিক দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে সংসারের ব্যয় নির্বাহে তিনি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী নেন। তিনি সৎ ও নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করেছেন।

    বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা কমরেড প্রণতি দস্তিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, প্রণতি দস্তিদার ছিলেন সাম্যবাদী আন্দোলনের নিভৃত কারীগর। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে তার অবদান অসামান্য। তাঁর মৃত্যুতে কমিউনিস্ট আন্দোলন একজন প্রবীণ বিপ্লবী নেত্রীকে হারালো। বিবৃতিতে তাঁরা কমরেড প্রণতি দস্তিদারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।