প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ:আহত-১

0
619
প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ:আহত-১

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এর গাফিলতির অভিযোগ

জহিরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ আখড়ার সামনে সিএনজি ও প্রাইভেট কার সংঘর্ষ গুরুতর আহত এক সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিবাগত রাতে ২ অক্টোবর এর প্রথম প্রহর ১ টা ৩০ মিনিটের দিকে সিএনজি ও প্রাইভেটকার সংঘর্ষ ঘটে।

প্রাইভেট কার ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ:আহত-১
গুরুতর আতহ হয় ক্ষতিগ্রস্থ এই সিএনজির চালক।

এতে গুরুতর আতহ হয় সিএনজি চালক। সিএনজিকে প্রায় ২০ ফুট দুরে ছেঁচরিয়ে নিয়ে নিয়ে যায়। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস কে বার বার কল দিলেও তারা না আসায় এক ব্যক্তি বাইসাইকেল যোগে ফায়ার সার্ভিস অফিসে বলার পর ঘটনা স্থলে তারা আসে এসময় উপস্থিত জনতা ক্ষেপে গেলে কিছু লোক তাদের শান্ত করে। স্থানীরা দাবী করে ঘটনাস্থল থেকে এক লোক বাইসাইকেল গিয়ে বলার পরের তারা বের হয়ে পল্লীবিদ্যুৎদের এদিকে উলটো পথে চলে যায়৷ লোকেশন বুঝতে পারেনি তারা পরে এক গণমাধ্যম কর্মী পুনরায় কল করে।

পরে সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মহসিন মিয়া পুলিশকে খবর দিলে কিলো ডিউটির গাড়ি গুরুতর আহত অবস্থায় সিএনজি চালককে হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষনিক সময় সিএনজি চালকের পরিচয় জানা যায়নি। সিএনজি টি হবিগঞ্জ রোড়ের মালিক সমিতির সদস্য। সিএনজির নাম্বার মৌলভীবাজার থ ১৩ -০২৮৬ সিরিয়াল। কারের চালকসহ তাকে আটক করা হয়েছে। প্রাইভেট গাড়ী চালককে শ্রীমঙ্গল থানাতে নেওয়া হয়েছে।সংবাদ লেখা পর্যন্ত বিস্তারিত জানা যায়নি তবে সিএনজি চালকের অবস্থা আশঙ্কাজনক।