ফেঞ্চুগঞ্জে তালামীযের কৃতি ছাত্রছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত

    0
    268

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৯মেঃ   বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি  আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, এদেশে কিছু খারিজি সম্প্রদায় মুসলিম ছাত্র সমাজকে ধংশের পথে নিয়ে যাচ্ছে। এরা ছাত্রদের ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে রক্তাক্ত পথে ধাবিত করছে। এতে করে আমাদের কমলমতী ছাত্ররা দিনদিন ভ্রান্ত আক্বিদা গ্রহণ করছে।

    তিনি আরোও বলেন, তালামীযে ইসলামিয়া আদর্শ দ্বারা ইসলাম প্রচার করে বোমাবাজি করে নয়। এই সংগঠনের কর্মীরা তাদের মেধাবিকাশের মাধ্যমে ক্রমানুসারে রাষ্ট্রের বিভিন্ন মহলে জায়গা করে নিচ্ছে। এজন্য মেধাবীরাই এদেশের নেতৃত্বে আসতে হবে। কেননা মেধাহীন নেতৃত্ব দ্বারা কোন জাতি উন্নতি করতে পারে না।
    তিনি আজ (বৃহস্পতিবার)  বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা আয়োজিত ২০১৭ ইং সালের দাখিল ও এস, এস, সি সমমানের পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
    অনুষ্ঠানে উপজেলা সভাপতি হাফিয সাইফুর রহমান সজীবের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
    বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের সহকারী এটির্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু, তালামীযের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাফিয কাওছার আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুর রহমান চৌধুরী শিপু, সিলেট জেলা আল ইসলাহ সহ-সভাপতি তরিকুল ইসলাম, সিলেট জেলা (পূর্ব) তালামীযের সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, সহ-সভাপতি আব্দুল বাছিত জবলু, সাধারণ সম্পাদক বাছিত আল হাসান, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, ময়নুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক হুসাইন মোহাম্মদ বাবু, সহ-অফিস সম্পাদক লাভিবুর রহমান লাভলু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান মারুফ, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সভাপতি জাকারিয়া চৌধুরী, জাকির হোসেন, সাবেক সহ-সভাপতি জায়েদুল ইসলাম, সিলেট (পূর্ব)  জেলা নির্বাহী সদস্য  আব্দুল মালিক, ফয়জুল ইসলাম, হামিদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ সদস্য সচিব হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক যুগ্ন সম্পাদক আফতাব উদ্দীন।
    উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান উদ্দিন ও হুসাইন আহমদ এবং হাফিজুল ইসলাম কুদ্দুছের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ যুগ্ন আহবায়ক সাঈদ আলি, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সম্পাদক আব্দুল্লাহ মওছুফ, মাইজগাও ইউনিয়ন সভাপতি মারুফ আহমদ, সহ-সভাপতি কামরান আহমদ, জিয়াউল হক উজ্জল, ঘিলাছড়া ইউনিয়ন সভাপতি রাহাত হুসেন, উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি আব্দুল মুতালিব, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সভাপতি শাহজাহান আলি, মাইজগাও ইউনিট সভাপতি আদনান রব, প্রমুখ।