ফেসবুকে গুজব রটিয়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রিঃআটক-১

    0
    213

    আমারসিলেট টুয়েন্টিফোর ডটকম,১২ফেব্রুয়ারীঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানাচ্ছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের গুজব রটিয়ে পরিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে আটক করেছে তারা।

    এসময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নপত্রের কপিও পাওয়া যায়।

    গোয়েন্দা পুলিশ বলছে, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ মনিটরিং সেলের তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সোয়া সাতটার দিকে ডিএমপি, ডিবি’র মিরপুর জোনাল টিম দক্ষিণ-খান থানার মোল্লার টেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রেতা আসাদুজ্জামান নূর সাকিবকে আটক করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ফেসবুকে রেজাউল ইসলাম লিটন, এই ছদ্মনাম ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীদের কাছে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির প্রস্তাব দেয়ার কথা স্বীকার করে।

    আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিকাশ নম্বরের মাধ্যমে অর্থ নিয়ে ভুয়া প্রশ্নপত্র বিক্রির কথাও জানান সাকিব।তার দেয়া তথ্য অনুযায়ী এখন একাজে তার সহযোগীদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করছে পুলিশ।