ফ্রান্সসহ কয়েকটি দেশে ইপিবিএ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

    0
    277

    আমার সিলেট টুয়েন্টি ফোর ডটকম,১৯এপ্রিল,আবু তাহির, ফ্রান্স থেকেঃ ফ্রান্সে আলোচনা সভা ও কেক কেটে ইপিবিএ’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ইপিবিএ ফ্রান্স শাখা।গত সোমবার প্লেস দ্যা ফেত এর অভিজাত রেস্টুরেন্টে ইপিবিএ ফ্রান্সের সভাপতি ফারুক খাঁন এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সহ সমাজসেবা সম্পাদক ফেরদৌস করিম আখনজি’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা এইচ এস হায়দার, কেন্দ্রীয় সহসভাপতি মামুন মিয়া, আশরাফুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মোতালেব মিয়া , মেহেদী হাসান অলি , সংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা , সহকোষাধক্ষ অজয় দাস , কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল , ফ্রান্স কমিটির সহসভাপতি মুহিব আহমদ ,সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেইন মুজাহিদ , কোষাধক্ষ বাসু দেব বণিক , মহিলা সম্পাদিকা সুমা দাস, দফতর সম্পাদক শাকিল সরকার , তথ্য ও প্রযুক্তি সম্পাদক আলী আকবর সুমন, আন্তর্জাতিক সম্পাদক আফরোজ হোসেন, সদস্য তানজিম হেলেনা, নাজলী ফারসা সহ সংগঠনের নেতারা।

    এসময় তারা ইপিবিএ’র বিভিন্ন কর্মকান্ড  তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও বিশেষ করে ফ্রান্সের প্রবাসীদের উন্নয়নে নতুন কর্মসূচি ঘোষণা দেন।

    ইতালি

    ইতালির রাজধানী রোমে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের (ইপিবিএ)বর্ষ  পূর্তি উৎসব পালন করেছে ইতালি শাখা। গত সোমবার রাজধানী রোমের ভিয়া কাপুয়া বাংলা পাঠশালা মিলানায়তনে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয় । ইপিবিএ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি সানজিদা আহমেদ ববির সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, আতিয়ার রসুল কিটন, সহ-সভাপতি কাজী মুনসুর আহমেদ শিপু, সাংগঠনিক সম্পাদক অলিউদ্দিন শামীম, সদস্য মৌসুমী মৃধা, ইপিবিএ ইতালি শাখার উপদেষ্টা আবদুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান, কোষাধ্যক্ষ মাহাবুবুল কাদির, ওয়ায়েস প্রমুখ।

    এ সময় বক্তব্য দেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা সংস্থা ইতালির সভাপতি শান্তা সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আরিফা, সহ-সভাপতি আহসান মিরা, বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা আবদুর রশিদ, সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ, মহিলা সমাজ কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিলা বেগম, উম্মেহানী প্রিন্স ও বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক এমদাদুল হক মৃধা।

    অনুষ্ঠনে বক্তারা ইপিবিএর সাফল্যের এক বছর তুলে ধরেন এবং ইপিবিএ আগামী দিনে প্রবাসীদের সব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভূমিকা রাখার বিষয়ে আশা ব্যক্ত করেন। পরে কেক কেটে অতিথিদের আপ্যায়ন  করা হয়।

    সুইজারল্যান্ড
    কোটি প্রবাসীর অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার জানিয়ে ইউরোপের প্রবাসী বাংলাদেশীদের বৃহৎ সংগঠন ইপিবিএ  এর প্রথম বর্ষপূর্তী উপলক্ষে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কেটে দিনটি উদযাপন করেছে ইপিবিএ সুইজারল্যান্ড শাখা।
    এ উপলক্ষে গত রোববার সুইজ্যারল্যান্ডের জুরিখের একটি অভিজাত হলে অনাড়ম্বরপূর্ন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবিএ সুইজারল্যান্ড শাখার সভাপতি রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের আইন ও দফতর সম্পাদক ইসরাক আহমদ নিপন। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মহি উদ্দিন জিন্টু, কেন্দ্রীয় সহ সভাপতি জিকু বাদল, ইপিবিএ সুইজারল্যান্ড শাখার সহসভাপতি আনিস খান,সহসভাপতি এম শামীম, মহিলা সম্পাদিকা জাহানারা বাসার, মাহবুবুর রহমান অসীম, আবুল হোসেন সহ সংগঠনের নেতারা।
    এ সময় বক্তারা বলেন প্রবাসী বাংলাদেশীদের মরদেহ  সরকারী খরচে দেশে প্রেরণ ,দৈত্ব নাগরিকত্ব আইন সংশোধন, প্রবাস বন্ধু কল সেন্টার সহ  প্রবাসীদের অধিকার নিয়ে গত এক বছর সংগঠনের ভূমিকা ছিলো প্রশংসার।পৃথিবীর যেকোন প্রান্তের প্রবাসীদের সমস্যায় এই সংগঠন পাশে থাকবে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন ।প্রবাসীদের অধিকার নিয়ে সরকারের ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখতে সংগঠনের নেতারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান ও জানান। পরে বর্ষপুর্তি উপলক্ষে অতিথিদের নিয়ে সংগঠনের সদস্যরা কেক কাটেন।

    যুক্তরাজ্য
    যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউরোপের সর্ব বৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েসন (ইপিবিএ)এর প্রথম বর্ষপূর্তি পালন করলো ইপিবিএ যুক্তরাজ্য শাখা ।

    বর্নাঢ্য এই  বর্ষপূর্তী আয়োজনে উপস্তিত ছিলেন কেন্দ্রিয় কমিটির সভাপতি জনাব শাহানুর খান, সহ সভাপতি তেরাউল ইসলাম ,আব্দুল হাফিজ , শহীদুর রহমান , যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম এবং বিশিষ্ট সমাজ সেবক আহমেদ হাসান সহ  সামাজিক এবং রাজনৈতিক অঙ্গসংঠনের  নেতৃবৃন্দ । বক্তারা এ সময় প্রবাসীদের অধিকার নিয়ে সরকারের ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখতে সংগঠনের নেতারা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান ও জানান

    পর্তুগাল
    পর্তুগালে ইউরোপের সর্ব বৃহৎ সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েসন ইপিবিএ’র প্রথম বর্ষপূর্তি পালন করলো ইপিবিএ পর্তুগাল শাখা । এ সময় উপস্থিত ছিলেন ইপিবিএ কেন্দ্রিয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক শওকত ওসমান , সাংগঠনিক সম্পাদক  ইউসুফ তালুকদার  ,সমাজ কল্যান সম্পাদক সেলিম উদ্দিন , পর্তুগাল আ:লীগের সভাপতি জহিরুল আলম জসিম সহ পর্তুগালের সামাজিক এবং রাজনৈতিক অঙ্গসংঠনের নেতৃবৃন্দ ।