বঙ্গবন্ধু জীবনভর বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছেনঃপ্রধানমন্ত্রী

    0
    218

    আমারসিলেট24ডটকম,১৮মার্চঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনভর বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে গেছেন। বাঙালি জাতির অধিকার আদায়ে পাকিস্তান সৃষ্টির আন্দোলন করলেও দেশভাগের পর সৃষ্ট বঞ্চনা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেন বঙ্গবন্ধু। এজন্য তাকে বেশিরভাগ সময়ই কারাগারে বন্দি থাকতে হয়েছে। স্বাধীনতা লাভ করা পর্যন্ত অসংখ্য মামলার আসামি হয়ে তাকে ঘুরে ফিরতে হয়েছে। আজ মঙ্গলবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে স্তব্ধ করতে অনেক ষড়যন্ত্র চললেও তিনি নিজের কর্তব্য থেকে কোনোভাবেই বিচ্যুত হননি। দেশব্যাপী ঘুরে ঘুরে মানুষকে স্বাধীনতার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টিতে বিশ্ব ঘুরে বেরিয়েছেন। তার সংগ্রামমুখর জীবনে তিনি বাঙালি জাতির অধিকার আদায়ে জীবনের ঝুঁকি নিতেও পিছপা হননি।