বজ্রপাতে নড়াইলে কৃষি বিভাগের বীজ উৎপাদকের মৃত্যু

    0
    286

    নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের পল্লিতে বজ্রপাতে নড়াইল কৃষি বিভাগের তালিকাভূক্ত এক বীজ উৎপাদকের মৃত্যু হয়েছে। তার নাম উজ্জল বিশ্বাস (৪০)। বাবার নাম মৃত ফনিভূষণ বিশ্বাস। বাড়ি সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বীড়গ্রামে।
    বীড়গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক বিপুল দেব জানান, দুপুর ১টার দিকে উজ্জল বীড়গ্রাম মাঠে কাজ করছিল। এ সময় হটাৎ বজ্রপাতের ঘটনা ঘটতে তিনি গুরুতর আহত হয়। পরে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।