বড়লেখায় নিউ সমনবাগ প্যাকেট চা-পাতা বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন

0
111

আফজাল হোসেন রুমেল,বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় পৌর শহরের উত্তর চৌমুহনী মদিনা ভ্যারাইটিজ স্টোরে সরকার নিয়ন্ত্রিত নিউ সমনবাগ প্যাকেট চা-পাতা বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টায় দোয়া পরিচালনা করেন নয়াগ্রাম উত্তর চৌমুহনী জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাফেজ লুৎফুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা-পাতা বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জুড়ী টিএন খানম সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, হযরত মাওলানা আবু তাহের, ব্যবসায়ী আব্দুল মানিক, আবুল কালাম, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান, ব্যবসায়ী চেরাগ আলী, যুক্তরাজ্য প্রবাসী জয়দীপ দত্ত, আব্দুল হামিদ প্রমুখ।

এসময় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে নিউ সমনভাগ প্যাকেট চা-পাতার ডিলার ব্যবসায়ী আব্দুল আজিজ বলেন, বড়লেখায় এই প্রথমবারের মতো সরকার নিয়ন্ত্রিত বেস্ট কোয়ালিটি নিয়ে নিউ সমনবাগ প্যাকেট চা-পাতা বাজারে এসেছে। স্থানীয় জনসাধারণের বহুকাঙ্ক্ষিত চা-পাতা এখন পৌর শহরের প্রাণকেন্দ্রে উত্তর চৌমুহনী চান্দগ্রাম রোড প্রমোদীনি ম্যানশন মদিনা ভ্যারাইটিজ স্টোরে পাইকারি ও খুচরা পাওয়া যাবে।
তাছাড়া অতি শীঘ্রই সেলস রিপ্রেজেন্টেটিভ দ্বারা প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠানে পৌছে দেওয়া হবে।