বর্তমান যুগে টেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীমঃরাষ্ট্রপতি

    0
    242

    আমারসিলেট24ডটকম,১৬মেঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বিশ্বায়নের বর্তমান যুগেটেলিযোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম ।তিনি বলেন, মূলতঃ টেলিযোগাযোগ ব্যবস্থা ভৌগোলিক সীমারেখা অতিক্রম করেজাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্ববাসীকে একত্রিত করেছে। এরই বদৌলতে পৃথিবীরযে কোনো প্রান্ত থেকে মুহূর্তের মধ্যে পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন সম্ভবহচ্ছে।
    রাষ্ট্রপতি আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসউপলক্ষে এক বাণীতে এ কথা বলেন।
    তিনি বলেন, তথ্যপ্রযুক্তি এবং টেলিযোগাযোগ ব্যবস্থার সুফল বাংলাদেশের সবঅঞ্চলের জনগণের মধ্যে পৌঁছে দিতে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে‘রূপকল্প-২০২১’ ঘোষণা করেছে।
    রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এ কর্মসূচির যথাযথ বাস্তবায়নে বাংলাদেশ তথ্যপ্রযুক্তির মহাসড়কে সংযুক্ত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিশক্তিশালীকরণে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি বলেন, দিবসটি পালনের মাধ্যমে তাআরও গতিশীলতা পাবে এবং সকলের ঐকান্তিক প্রচেষ্টায় কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সহজতর হবে।