বাংলাদেশি ৯ যুবককে বিজিবির কাছে ফেরত দিল বিএসএফ

    0
    207

    আমারসিলেট24ডটকম,১৫নভেম্বর,এম ওসমানবেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভালো কাজের আশায় ভারতে প্রবেশের অভিযোগে আটক হওয়া ৯ বাংলাদেশি যুবককে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র কাছে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। বৃহস্পতিবার রাত ১০ টায় তাদেরকে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
    এরা হচ্ছে, বাগেরহাট জেলার ইব্রাহিমের ছেলে আলামিন (২৩), খুলনার ছালামের ছেলে আসলাম (২৫), ফরিদপুরের মান্নান মোল্লার ছেলে আজগার মোল্লা (২৩), সিরাজগঞ্জের আবু বকরের ছেলে হান্নান (২২), মাদারীপুরের ভাষারামের ছেলে কমর (৪০), ব্রাক্ষনবাড়িয়ার তৈয়েব আলীর ছেলে হারুন (১৭), গোপালগঞ্জের জগদিশ সরকারের ছেলে মিলন সরকার (১৮), কমল মালিথার ছেলে কিশোর মন্ডল (২২) ও চাঁপাইনবাবগঞ্জের দুরুল হোসেনের ছেলে শফিকুল (১৯)।
    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ২৩ ব্যাটালিয়ন পুটখালী ক্যাম্পের সুবেদার সামসুর রহমান জানায়, ভারতে ভালো কাজের কথা বলে দালাল চক্রের সদস্যরা এসব যুবককে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়।

    অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তাদের সাথে  আলোচনা করে তাদেরকে বৃহস্পতিবার রাতে বেনাপোলের পুটখালী সীমান্ত পথে ফেরত পাঠায়।

    ফেরত আসা বাংলাদেশি যুবকদের বেনাপোল পোর্ট থানা পুলিশ শুক্রবার যশোর আদালতে পাঠায়।