বাংলাদেশ গন্ঞ্জু আদিবাসী ফোরামের মতবিনিময় সভা

    0
    282

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,১৬জুন,ফারুক আহমদঃ মৌলভীবাজার জেলার পাত্রখোলা চা বাগানে নিতাই গন্ঞ্জুর বাড়ীতে শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ গন্জু আদিবাসী ফোরামের মত বিনিময় সভা অনুষ্টিত হয়।সংগঠনের সাধারন সম্পাদক লিটন গন্ঞ্জুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক উজ্জল গন্ঞ্জু,অর্থ সম্পাদক সজল গন্ঞ্জু,শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক মনা গন্ঞ্জু,প্রচার সম্পাদক তাপস গন্ঞ্জু সহ সংগঠনের শতাধীক নারী পুরুষ সদস্য।

    মতবিনিময় সভায় আদিবাসী ফোরামটির সদস্যদের একত্রিত হয়ে তাদের নিজস্ব ভাষা জাতীগত ঐতিহ্যকে পূনঃরুদ্ধারের কথা বলা হয়। আগামিতে তাদের প্রজন্মরাও তাদের সামাজিক আচার আচরন জানতে পারে। যা অনেকটাই আজ বিলীনের পর্যায়। তারা নৃজনগোষ্টি হওয়াতে তাদের কেউ খোজ রাখেনা তাদেরকে আদিবাসী তালিকাতেও ভুক্ত করা হয়নি অবহেলিত পর্যায়।

    এবিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের দৃষ্টি কামনা করেন। আলোচনা শেষে সদস্যদের মধ্যে তাদের সামাজিক আনুষ্টানিক সুচি সংবলিত ইংরেজি মাসের ক্যালেন্ডার বিতরনের মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।