বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ঠে ট্রাক্টর চালকের মৃত্যু

    0
    246

    আমার সিলেট টুয়েন্টিফোর ডটকম,০৫মার্চ,হবিগঞ্জ প্রতিনিধিঃ জেলার বাহুবলে বিদ্যুৎ স্পৃষ্ঠে মাসুক মিয়া (৪০) নামের এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ছাদেক নামের আরেক শ্রমিক। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দৌলতপুর নামক এলাকার দয়াল ব্রিকসে এ ঘটনাটি ঘটে।
    নিহত ট্রাক্টর চালক উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে। জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দৌলতপুর এরাকায় অবস্থিত দয়াল ইটভাটায় ট্রাক্টর দ্বারা মাঠি বহনের কাজ করছিল। মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদুতের মেইল লাইন টানানো ছিল। মাঠির ষ্টেক উচু হওয়ায় পল্লী বিদ্যুতের মেইন তারের সাথে ট্রাক্টরের বডি লেগে যায়।
    তাৎক্ষনিক পুরো ট্রাক্টরটি বিদ্যুতায়িত হয়ে যায়। স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিক ছাদেক মিয়াকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ছাদেক চারগাঁও গ্রামের আতড় আলীর ছেলে। এ ঘটনার পর থেকে দয়াল ইটভাটার মালিক ম্যানেজার অফিস বন্ধ করে পালিয়ে যায়। বাহুবল হাসপাতালের আরএমও ডাঃ বাবুল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।