বাহুবলে ভ্রাম্যমাণ আদালতঃহানিফ পরিবহনকেও জরিমানা

    0
    220

    আমারসিলেট24ডটকম,১১নভেম্বর,তফিদুর রহমান তালুকদার তৌফিকঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে লাইন্সেস ও ফিটনেসসহ কাগজপত্র না থাকায় হানিফ পরিবহনসহ ১৫টি গাড়িকে ১৩ হাজার টাকা জরিমানা ও ১০টি গাড়ি জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত।

    আজ সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর তেমুনিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত কয়েকটি বাস আটক করে কাগজপত্র যাচাই বাছাই করে ছেড়ে দেন। কিন্তু হানিফ পরিবহনের একটি বাসে কাগজপত্র ও ফিটনেস না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছাড়া ওই সড়কে সিএনজি অটোরিক্সা, টমটম, মোটর সাইকেলসহ ১৪টি গাড়ি আটক করে ৯ হাজার টাকা জরিমানা এবং ৪টি টমটম, ১টি টেম্পো, ২টি মোটর সাইকেল ও ৩টি অটোরিক্সা জব্দ করা হয়।
    ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বিআরটিসির সহকারি পরিচালক হাবিবুর রহমান ও বাহুবল থানার এস,আই, কামরুজ্জামান।