বাহুবল মহাসড়কে বাসে আগুন

    0
    205
    আমারসিলেট24ডটকম,১৯জানুয়ারী,তফিদুর রহমান তালুকদার তৌফিকঃ হবিগঞ্জ জেলার বাহুবল মহাসড়কে একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। আজ সোমবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের হাফিজপুরে পার্শ্বে পলাশ ব্রিকস ফিল্ডের সামনে একটি দাড়ানো বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুবৃত্তরা। আগুনে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
    খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আফসার উদ্দিনের নেতৃত্বে একদল দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
    পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এজাজ ও বাহুবল মডেল থানা ওসি আলি ফরিদ আহমদ ঘটনাস্থল পরিদর্শন করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেন।
    পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ- সিেেলট রোডের নাসিরাবাদ নামের বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪-১২৬৯) সকালে ইঞ্জিন বিকল হলে মেরামতের উদ্দেশ্যে অবস্থান করছিল।
    হাইওয়ে পুলিশ নিরাপত্তার কথা চিন্তা করে র্যাকার দিয়ে গাড়িটি টেনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু গাড়ির মালিক এতে বাধা দিলে বাসটি এখানেই থেকে যায়। সন্ধ্যার পড়ে দুবৃত্তরা সুযোগ বুঝে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।